দু'বছর পর বড়পর্দায় কামব্যাক করছেন অরুণিমা
২০১৯ এ তাঁর মুক্তি পাওয়া শেষ ছবি মায়াকুমারী। এরপর কোভিডের জন্য আর ছবি করেননি অভিনেত্রী অরুণিমা ঘোষ। দুবছর পর কামব্যাক করছেন অরুণিমা। অরিন্দম শীলের মায়াকুমারী-র পর তাঁর ছবি ইস্কাবনের বিবি দিয়ে এই কামব্যাক হচ্ছে টলিউডের জনপ্রিয় অভিনেত্রীর। একজন স্কুল শিক্ষিকার চরিত্রে দেখা যাবে অরুণিমা কে। তাঁর স্বামীর চরিত্রে রয়েছেন অর্ণ মুখোপাধ্যায়। বিরতি প্রসঙ্গে অরুণিমা জানিয়েছেন তাঁর হাঁপানির সমস্যা রয়েছে। এতটাই হাঁপানির সমস্যা যে স্টেরয়েড পর্যন্ত নিতে হয়। বাবা-মায়ের নির্দেশে কোভিডের সময় অভিনয়ের বিরতি নেন তিনি। তাই বেশ কয়েকটি ছবির কাজ পেলেও কাজগুলো ছাড়তে হয়েছিল জানিয়েছেন অরুণিমা।